![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0570yeJMXQMl2SGnPuseIhjrrqIvDRTKEkoLM51I9eEjg65ze2oPwawa9c5e21hP01ZfkMgHtVBY9EVb0oRKs1vZIdWk9CSlCNxEY86zVVUtJPoKmZODpIa4ws0ZuVeM8pnq0_IExzcYK/s320/Breakout-Trading-1.png)
Breakout Trading কি এবং কিভাবে আমি এই ব্রেকআউট ট্রেডিং থেকে সুবিধা পেতে পারি? বেশ কয়েকদিন ধরে আমরা এই বিষয়ে কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে। ব্রেকআউট ট্রেডিং হচ্ছে এডভান্স লেভেল এর ট্রেডিং এর বিষয়। অর্থাৎ, আপনি যেভাবে আমাদের সাথে থেকে ফরেক্স ট্রেডিং শিখছেন এবং এখানে চলে এসেছেন তার মানে হচ্ছে- আপনি প্রতিনিয়ত নতুন বিষয় সমূহ জানতে পারছেন এবং ট্রেডিং এ আপনার অভিজ্ঞতাও ধীরে ধীরে বাড়ছে। মার্কেট প্রাইসে ব্রেকআউট তখনই সংঘঠিত হয় যখন প্রাইস কোনও নির্দিষ্ট ট্রেডিং রেঞ্জ এর মধ্যে থেকে ব্রেক করে সেই পজিশন থেকে বের হয়ে আসে।