প্রফেশনাল ট্রেড কিভাবে করে যাবেন নিয়মিত?
👉 প্রফেশনাল ট্রেড কিভাবে করে যাবেন নিয়মিত?
👉👉 ফরেক্স ট্রেডিং জগতে এসেছেন এমন সবাই প্রফেশনালদের মত ট্রেড করতে চান মনেপ্রাণে। কিন্ত সঠিক গাইডলাইন না পাবার কারনে পেরে ওঠেন না একেবারেই।
তাদের জন্যই আজকের পোস্টটি। আশা করা যায় একটা গাইডলাইন পেয়ে যাবেন এখান থেকে।
আমরা নিচের ছবিগুলোর থেকে একটা গাইডলাইন পাবার চেষ্টা করব। আমাদের আজকের আইডল ইস্যুর নাম 'মাছরাঙ্গা'।
যাকে কিংফিশার বলা হয় ইংরেজিতে।
১ নং ছবিতে দেখতে পাচ্ছি পাখিটি চুপচাপ বসে আছে আর চারদিকে পর্যবেক্ষণ করছে নিবিড়ভাবে।
আপনাকেও একইভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনার ট্রেডিং চার্ট।
ট্রেডিং পেয়ারের সাপোর্ট রেসিস্টেন্স লেভেল, পিভট লেভেল, ট্রেন্ডলাইন লেভেল, ফিবো লেভেল, ওয়েভ এর লেভেল, কারেন্সি ইন্ডেক্স এর লেভেলগুলোর মাঝে আপনার টেকনিক্যাল এনালাইসিসের ক্ষেত্রে যা যা ইউজ করেন, সেগুলোর উপর ভালভাবে পর্যবেক্ষণ করুন।
ফান্ডামেন্টালি বিগ ইভেন্টের নিউজগুলো ভালভাবে বোঝার চেষ্ঠা করুন। কোন নিউজের ইফেক্ট কত লম্বা সময়ের জন্য হয়, সেদিকে নজর রাখুন।
এসবের মাঝে কতজনে কত ভুড়ি ভুড়ি প্রফিটের স্ক্রীনশট দেখাবে সোশ্যাল মিডিয়ার কল্যানে, অযথা সেসব দেখে নিজের মনোযোগ নষ্ট করবেন না। মনে রাখবেন, খালি কলসি বাজে বেশি।
আর যারা প্রফিট করে নিয়মিত, তারা কোন না কোন ভাল পজিশনে নিজেকে দাড় করাতে মনোযোগী হয়। অযথা নিজের বিশাল বিশাল (অসম্ভব) সকল প্রফিটের ট্রেডিং হিস্টরি জনে জনে ফুটপাতের হকারের মত দেখাতে আগ্রহী হয় না।
সুতরাং নিজের কাজে মনোযোগী হোন। কাজও আপনার বন্ধুসুলভ হয়ে যাবে 💕
২ নং ছবি দেখুন। কি গভীর দৃষ্টি পাখিটির। শিকার খুজতে কি তীক্ষ্ণ মনোযোগ।
আপনাকেও একইভাবে সুতীক্ষ্ম মনোযোগের সাথে চার্টের দিকে নজর রাখতে হবে ভাল এন্ট্রি পয়েন্ট খুজে বের করতে। মনোযোগ যত গভীর হবে, আপনার এন্ট্রিপয়েন্ট এর সঠিক একুরেসি ততোই বেড়ে যাবে।
৩ নং ছবিতে কি দেখছেন।
পাখিটি শিকার ঠিক করে ফেলেছে। অলরেডি ঝাপ দেওয়াও শুরু করেছে টার্গেট বরাবর। এই অবস্থায় দুনিয়া উলটে গেলেও পাখিটি তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। এমন অবস্থায় তার পাশে আরও সুস্বাদু শিকার থাকলেও সে তার মূল শিকারের দিক হতে অন্য দিকে তাকাবে না।
আপনাকেও একইভাবে নিজের স্ট্রাটেজী ফলো করে পাওয়া এন্ট্রিপয়েন্ট কে ফোকাস করতে হবে শুধু। অন্য কোন দিকে নয়। অন্য কারও স্ক্রিনশট বা যে কোন লোভনীয় অফারে গা না ভাসিয়ে নিজের স্ট্রাটেজির উপরেই ভরসা রেখে নিয়মিত ফলো করে যেতে হবে।
৪ নং ছবিতে লক্ষ্য করুন। অবশেষে পাখিটি নিজের ফোকাস ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তার কাংখিত শিকার ধরে ফেলেছে!
আপনিও আপনার স্ট্রাটেজী অনুযায়ী পাওয়া এন্ট্রিপয়েন্টেই ট্রেড ওপেন করবেন শুধু। আর তা নিয়মিত ফলো করে যাবেন কোন বাজে চিন্তাভাবনা না করেই। আজ একটা, আগামী কাল আরেকটা, এভাবে একের পর এক স্ট্রাটেজী চেঞ্জ না করেই শুধু আপনার স্ট্রাটেজীতেই ট্রেড করে যাবেন অনায়াসে।
ফলে আপনিও অন এভারবজ প্রফিট পেতে থাকবেন আশা করাই যায়।
ফাইনালি, একই কাজ নিয়মিত করে যান। শেষ ছবির মতই সুখী লাইফের মানে বুজতে পারবেন। আর যদি আজ এখানে কাল ওখানে দৌড়াতে থাকেন, তবে সফলতার মুখ আর দেখতে হবে না কিছুতেই।
আশা করি একটা ধারণা দিতে সক্ষম হয়েছি মাছরাঙার জীবনী অনুসরণ করার মাধ্যমে।। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
🙏🙏🙏
👉👉 ফরেক্স ট্রেডিং জগতে এসেছেন এমন সবাই প্রফেশনালদের মত ট্রেড করতে চান মনেপ্রাণে। কিন্ত সঠিক গাইডলাইন না পাবার কারনে পেরে ওঠেন না একেবারেই।
তাদের জন্যই আজকের পোস্টটি। আশা করা যায় একটা গাইডলাইন পেয়ে যাবেন এখান থেকে।
আমরা নিচের ছবিগুলোর থেকে একটা গাইডলাইন পাবার চেষ্টা করব। আমাদের আজকের আইডল ইস্যুর নাম 'মাছরাঙ্গা'।
যাকে কিংফিশার বলা হয় ইংরেজিতে।
১ নং ছবিতে দেখতে পাচ্ছি পাখিটি চুপচাপ বসে আছে আর চারদিকে পর্যবেক্ষণ করছে নিবিড়ভাবে।
আপনাকেও একইভাবে পর্যবেক্ষণ করতে হবে আপনার ট্রেডিং চার্ট।
ট্রেডিং পেয়ারের সাপোর্ট রেসিস্টেন্স লেভেল, পিভট লেভেল, ট্রেন্ডলাইন লেভেল, ফিবো লেভেল, ওয়েভ এর লেভেল, কারেন্সি ইন্ডেক্স এর লেভেলগুলোর মাঝে আপনার টেকনিক্যাল এনালাইসিসের ক্ষেত্রে যা যা ইউজ করেন, সেগুলোর উপর ভালভাবে পর্যবেক্ষণ করুন।
ফান্ডামেন্টালি বিগ ইভেন্টের নিউজগুলো ভালভাবে বোঝার চেষ্ঠা করুন। কোন নিউজের ইফেক্ট কত লম্বা সময়ের জন্য হয়, সেদিকে নজর রাখুন।
এসবের মাঝে কতজনে কত ভুড়ি ভুড়ি প্রফিটের স্ক্রীনশট দেখাবে সোশ্যাল মিডিয়ার কল্যানে, অযথা সেসব দেখে নিজের মনোযোগ নষ্ট করবেন না। মনে রাখবেন, খালি কলসি বাজে বেশি।
আর যারা প্রফিট করে নিয়মিত, তারা কোন না কোন ভাল পজিশনে নিজেকে দাড় করাতে মনোযোগী হয়। অযথা নিজের বিশাল বিশাল (অসম্ভব) সকল প্রফিটের ট্রেডিং হিস্টরি জনে জনে ফুটপাতের হকারের মত দেখাতে আগ্রহী হয় না।
সুতরাং নিজের কাজে মনোযোগী হোন। কাজও আপনার বন্ধুসুলভ হয়ে যাবে 💕
২ নং ছবি দেখুন। কি গভীর দৃষ্টি পাখিটির। শিকার খুজতে কি তীক্ষ্ণ মনোযোগ।
আপনাকেও একইভাবে সুতীক্ষ্ম মনোযোগের সাথে চার্টের দিকে নজর রাখতে হবে ভাল এন্ট্রি পয়েন্ট খুজে বের করতে। মনোযোগ যত গভীর হবে, আপনার এন্ট্রিপয়েন্ট এর সঠিক একুরেসি ততোই বেড়ে যাবে।
৩ নং ছবিতে কি দেখছেন।
পাখিটি শিকার ঠিক করে ফেলেছে। অলরেডি ঝাপ দেওয়াও শুরু করেছে টার্গেট বরাবর। এই অবস্থায় দুনিয়া উলটে গেলেও পাখিটি তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। এমন অবস্থায় তার পাশে আরও সুস্বাদু শিকার থাকলেও সে তার মূল শিকারের দিক হতে অন্য দিকে তাকাবে না।
আপনাকেও একইভাবে নিজের স্ট্রাটেজী ফলো করে পাওয়া এন্ট্রিপয়েন্ট কে ফোকাস করতে হবে শুধু। অন্য কোন দিকে নয়। অন্য কারও স্ক্রিনশট বা যে কোন লোভনীয় অফারে গা না ভাসিয়ে নিজের স্ট্রাটেজির উপরেই ভরসা রেখে নিয়মিত ফলো করে যেতে হবে।
৪ নং ছবিতে লক্ষ্য করুন। অবশেষে পাখিটি নিজের ফোকাস ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তার কাংখিত শিকার ধরে ফেলেছে!
আপনিও আপনার স্ট্রাটেজী অনুযায়ী পাওয়া এন্ট্রিপয়েন্টেই ট্রেড ওপেন করবেন শুধু। আর তা নিয়মিত ফলো করে যাবেন কোন বাজে চিন্তাভাবনা না করেই। আজ একটা, আগামী কাল আরেকটা, এভাবে একের পর এক স্ট্রাটেজী চেঞ্জ না করেই শুধু আপনার স্ট্রাটেজীতেই ট্রেড করে যাবেন অনায়াসে।
ফলে আপনিও অন এভারবজ প্রফিট পেতে থাকবেন আশা করাই যায়।
ফাইনালি, একই কাজ নিয়মিত করে যান। শেষ ছবির মতই সুখী লাইফের মানে বুজতে পারবেন। আর যদি আজ এখানে কাল ওখানে দৌড়াতে থাকেন, তবে সফলতার মুখ আর দেখতে হবে না কিছুতেই।
আশা করি একটা ধারণা দিতে সক্ষম হয়েছি মাছরাঙার জীবনী অনুসরণ করার মাধ্যমে।। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
🙏🙏🙏
Comments
Post a Comment