গ্যাপ ট্রেডিং স্ট্রাটেজীঃ
গ্যাপ ট্রেডিং স্ট্রাটেজীঃ
ফরেক্স একটি বিশাল মুদ্রার সমুদ্র। এ সাগর সেচে একমাত্র অভিজ্ঞরাই মুক্তো আনতে পারে। বাকিরা যারা অভিজ্ঞতা ছাড়াই দুই একটা প্রফিট করতে পারে, তা কপাল গুনে।
আর কপালের উপরে গোটা জীবন কখনো চালানো সম্ভব হয় না।
তাহলে কি করতে হবে এখন?
ভালভাবে শিখে চর্চা করে অভিজ্ঞতা অর্জন করার কোন বিকল্পই নেই একেবারে।
আমরা এখানে সঠিকভাবে শেখার গাইডলাইন দিচ্ছি মাত্র। আপনারা সেই লাইনে নিজেরাই একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে ঘেটে ঘুটে দেখে শিখে নেবার চেষ্ঠা করবেন।
কারন একটা গাইড লাইন দেখা মাত্রই যদি ইনবক্সে একের পর এক প্রশ্ন করতে শুরু করে থাকেন যেগুলো সাধারনত গুগল করলেই পাওয়া যাচ্ছে, তাহলে আমি কি বুঝব?
আমি বুঝব যে আপনারা একেবারেই পরিশ্রম করতে চান না। সব রেডিমেড চাচ্ছেন। যা দ্বারা ভাল কিছু আশা করা যায় না।
আর এমনিতেই আমি আমাকে ইনবক্স করতে না করেছি সবাইকে। আমার প্রোফাইলেও তা লেখা আছে।দেখতে পারবেন। তবু যারা এমনটি করেই যাচ্ছেন তারা কি আমার প্রোফাইলের লেখাগুলো দেখার ধৈর্য্যও রাখেন না? অনেক ব্যস্ততার মাঝে একটু চেষ্টা করি এ কমিউনিটিতে সময় দিতে। এটুকু একটু স্মরণে রাখবেন অনুগ্রহ করে। যদিও আমাকে যারা চেনেন তারা ভাল করেই জানেন এটি।
👉একেবারে জরুরি কিছু না হলে আমাকে ইনবক্স করবেন না অনুগ্রহ করে।
আমি যা দেবার তা এই গ্রুপে বা আমার টাইমলাইনেই দিচ্ছি। আর আমাদের ওয়েবসাইট রেডি হলে সেখানও পাবেন সব কিছু।
এবার কাজের কথায় আসি তাহলে,
নিচের ছবিগুলোর দিকে দেখুন, এমন গ্যাপ দিয়ে হামেশাই মার্কেট ওপেন হতে দেখা যায়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির পর যখন মার্কেট ওপেন হয়, তখন এমন ব্যাপারটা বেশি দেখা যায়।
এটি কেন হয়?
মার্কেট বন্ধ থাকার সময় কোন কোন সেশনে অল্প কিছু সময়ের জন্য হালকা লেনদেন হয়ে থাকে যার প্রভাব মার্কেটে দেখা যায় না মার্কেট বন্ধ থাকার কারনে।
আবার যখন মার্কেট ওপেন হয়, তখন সেই স্বল্প সময়ের প্রভাবে মার্কেটের প্রাইস যে পর্যন্ত গিয়েছিল সেখান থেকে শুরু হয়।
অনেক বড় বড় ইনভেস্টর আছে যারা শুধু এই গ্যাপের জন্য অপেক্ষা করে। আর গ্যাপ দিয়ে মার্কেট শুরু হলে তারা তাদের নিজস্ব কনফার্মেশন মেনে এন্ট্রি ওপেন করে থাকে।
এর মুল কারন হচ্ছে, মার্কেট গ্যাপ দিয়ে শুরু হলে সেই দিনেই হোক বা একমাস পরে হোক, সর্ব প্রথম গ্যপ পুরণ করে। এরপর স্বাভাবিকভাবে মুভ করা শুরু করে।
এই গ্যাপ দিয়ে মার্কেট শুরু হওয়া থেকে গ্যাপ পুরণ হওয়াকেই কাজে লাগিয়ে ট্রেড করে থাকে তারা।
আপনিও চাইলে এই বিষয়টিকে কাজে লাগিয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজী তৈরি করে ফেলতে পারেন সহজেই।
তবে যাই করুন না কেন, সবার আগে কমপক্ষে ৩-৬ মাস ডেমোতে যাচাই করে নিয়েন লাইভ চার্ট দেখে দেখে।
এই সময় চর্চা করাতে আপনার মাঝে এক ধরনের ব্যালান্স চলে আসবে। যা আমি হাজারবার বলে দিলেও আনতে পারব না।
পোস্টটি না বুঝে থাকলে আরেকবার পড়ুন। ভালভাবে বোঝার চেষ্ঠা করুন।
আপনার জন্য অনেক শুভকামনা রইল। 🙏🙏🙏
ফরেক্স একটি বিশাল মুদ্রার সমুদ্র। এ সাগর সেচে একমাত্র অভিজ্ঞরাই মুক্তো আনতে পারে। বাকিরা যারা অভিজ্ঞতা ছাড়াই দুই একটা প্রফিট করতে পারে, তা কপাল গুনে।
আর কপালের উপরে গোটা জীবন কখনো চালানো সম্ভব হয় না।
তাহলে কি করতে হবে এখন?
ভালভাবে শিখে চর্চা করে অভিজ্ঞতা অর্জন করার কোন বিকল্পই নেই একেবারে।
আমরা এখানে সঠিকভাবে শেখার গাইডলাইন দিচ্ছি মাত্র। আপনারা সেই লাইনে নিজেরাই একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে ঘেটে ঘুটে দেখে শিখে নেবার চেষ্ঠা করবেন।
কারন একটা গাইড লাইন দেখা মাত্রই যদি ইনবক্সে একের পর এক প্রশ্ন করতে শুরু করে থাকেন যেগুলো সাধারনত গুগল করলেই পাওয়া যাচ্ছে, তাহলে আমি কি বুঝব?
আমি বুঝব যে আপনারা একেবারেই পরিশ্রম করতে চান না। সব রেডিমেড চাচ্ছেন। যা দ্বারা ভাল কিছু আশা করা যায় না।
আর এমনিতেই আমি আমাকে ইনবক্স করতে না করেছি সবাইকে। আমার প্রোফাইলেও তা লেখা আছে।দেখতে পারবেন। তবু যারা এমনটি করেই যাচ্ছেন তারা কি আমার প্রোফাইলের লেখাগুলো দেখার ধৈর্য্যও রাখেন না? অনেক ব্যস্ততার মাঝে একটু চেষ্টা করি এ কমিউনিটিতে সময় দিতে। এটুকু একটু স্মরণে রাখবেন অনুগ্রহ করে। যদিও আমাকে যারা চেনেন তারা ভাল করেই জানেন এটি।
👉একেবারে জরুরি কিছু না হলে আমাকে ইনবক্স করবেন না অনুগ্রহ করে।
আমি যা দেবার তা এই গ্রুপে বা আমার টাইমলাইনেই দিচ্ছি। আর আমাদের ওয়েবসাইট রেডি হলে সেখানও পাবেন সব কিছু।
এবার কাজের কথায় আসি তাহলে,
নিচের ছবিগুলোর দিকে দেখুন, এমন গ্যাপ দিয়ে হামেশাই মার্কেট ওপেন হতে দেখা যায়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির পর যখন মার্কেট ওপেন হয়, তখন এমন ব্যাপারটা বেশি দেখা যায়।
এটি কেন হয়?
মার্কেট বন্ধ থাকার সময় কোন কোন সেশনে অল্প কিছু সময়ের জন্য হালকা লেনদেন হয়ে থাকে যার প্রভাব মার্কেটে দেখা যায় না মার্কেট বন্ধ থাকার কারনে।
আবার যখন মার্কেট ওপেন হয়, তখন সেই স্বল্প সময়ের প্রভাবে মার্কেটের প্রাইস যে পর্যন্ত গিয়েছিল সেখান থেকে শুরু হয়।
অনেক বড় বড় ইনভেস্টর আছে যারা শুধু এই গ্যাপের জন্য অপেক্ষা করে। আর গ্যাপ দিয়ে মার্কেট শুরু হলে তারা তাদের নিজস্ব কনফার্মেশন মেনে এন্ট্রি ওপেন করে থাকে।
এর মুল কারন হচ্ছে, মার্কেট গ্যাপ দিয়ে শুরু হলে সেই দিনেই হোক বা একমাস পরে হোক, সর্ব প্রথম গ্যপ পুরণ করে। এরপর স্বাভাবিকভাবে মুভ করা শুরু করে।
এই গ্যাপ দিয়ে মার্কেট শুরু হওয়া থেকে গ্যাপ পুরণ হওয়াকেই কাজে লাগিয়ে ট্রেড করে থাকে তারা।
আপনিও চাইলে এই বিষয়টিকে কাজে লাগিয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজী তৈরি করে ফেলতে পারেন সহজেই।
তবে যাই করুন না কেন, সবার আগে কমপক্ষে ৩-৬ মাস ডেমোতে যাচাই করে নিয়েন লাইভ চার্ট দেখে দেখে।
এই সময় চর্চা করাতে আপনার মাঝে এক ধরনের ব্যালান্স চলে আসবে। যা আমি হাজারবার বলে দিলেও আনতে পারব না।
পোস্টটি না বুঝে থাকলে আরেকবার পড়ুন। ভালভাবে বোঝার চেষ্ঠা করুন।
আপনার জন্য অনেক শুভকামনা রইল। 🙏🙏🙏
Comments
Post a Comment