কর্পোরেট ট্রেডিং এর প্রথম ধাপ তবে
কর্পোরেট ট্রেডিং এর প্রথম ধাপ তবে শুরু হোক আজইঃ
আপনি একজন ফরেক্স ট্রেডার। আপনার একটি ভাল ট্রেডিং স্ট্রাটেজী আছে। ডেমোতে খুব সিরিয়াস হয়ে ট্রেড করেও ভাল রেজাল্ট পেয়েছেন।
কিন্ত ব্যক্তিগত বা পারিবারিক অসচ্ছলতার কারনে অথবা ইতোপূর্বে অনেক লস করার কারনে আপনি রিয়েলে ট্রেড করতে সাহস পাচ্ছেন না। তাহলে এই পোস্টটি আপনার জন্য।
কর্পোরেট ট্রেডিং এ বিভিন্ন ক্লায়েন্টদের ফান্ড কোন এক এজেন্সী নিয়ে থাকে, আপনি সেই এজেন্সীর হয়ে বিগ ফান্ডে ট্রেড করে থাকবেন। বিনিময়ে মাসিক ফিক্সড বা প্রফিট শেয়ারিং ভিত্তিতে আপনি সেই এজেন্সি হতে আপনার সেলারি বুঝে পাবেন। আর এই সেলারির পরিমাণ বেশ হাই স্কেলেরই হয়ে থাকে যা অনেকের ধারনারও বাইরে থাকে।
এটি করতে গেলে আপনার নুন্যতম কিছু যোগ্যতা থাকতে হয়। যেমন, তিন বছরের ট্রেডিং হিস্টরি, নুন্যতম ১০%+ প্রফিট পার মান্থ অন এভারেজ, নিজের নামের রিয়েল একাউন্ট, ভাল মানের ব্রোকার ইত্যাদি।
অনেক কারনেই অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও এসব শর্ত পূরণ করতে পারেন না বলে কর্পোরেট ট্রেডিং এর সম্ভাবনা থেকে বঞ্চিত হোন। আবার ফাইন্যান্সিয়াল এজেন্সিও তাদের শর্ত মোতাবেক ট্রেডার পাননা বলে আপনার সামর্থ্য থাকার পরেও তারা আপনাকে অযোগ্য ভেবে রিজেক্ট করে দেয়।
তাই বলে কি আপনি কর্পোরেট সম্ভাবনা থেকে বঞ্চিতই থেকে যাবেন???
উত্তর হচ্ছে না। আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব একটি সাইটের। যেটি কিনা এখানে ফাইন্যান্সিয়াল এজেন্সী হয়ে কাজ করবে। আপনি এখানে কর্পোরেট ট্রেডিং এর প্রাক প্র্যাকটিসও সেরে নিতে পারবেন।
- প্রথমতঃ এই সাইটটিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
-এরপর সাইটটি সাপোর্ট করে এমন সকল ব্রোকারের যে কোম একটিতে রিয়েল বা ডেমো যে কোন একটি ট্রেডিং একাউন্ট অপেন করতে হবে। এখানে ডেমো একাউন্ট হলেও আপনার পোর্টফলিওতে তা লিখা থাকবে না। এটিই একটি বাড়তি সুবিধা পাবেন এখানে।
-এবার আপনার ট্রেডিং একাউন্ট এই সাইটের সাথে এটাচ করে নিতে হবে। যাতে আপনার একাউন্টের সকল ট্রেড আপডেট এই সাইটে আপনার পোর্টফলিওতে পাওয়া যায়। সবাই যেন তা দেখতেও পায়।
-কোন রোবট ব্যবহার করবেন না, কারন রোবটের নেওয়া ট্রেডগুলোর বেশিরভাগই এই সাইটে আপডেট হয় না।
-সম্পূর্ণ ম্যানুয়াল এনালাইসিস করে এন্ট্রি নিন। মাঝে মাঝে নিজের এনালাইসিসও শেয়ার করতে পারেন এখানে আপনার টাইমলাইনে।
-একেবারেই শর্ট স্ক্যাল্পিং থেকে নিজেকে বিরত রাখুন। কারন তেমন টাইপের এন্ট্রিগুলো এই সাইটে আপডেট হবে না। আপনার ট্রেডিং একাউন্টেই তা থেকে যাবে।
-হাজার হাজার ট্রেডার এখানে আপনার অপেক্ষায় বসে আছে। আপনার নিয়মিত চর্চা ভাল হলে তারাই আপনাকে ফলো করবে।
-তারা আপনাকে ফলো করবে মানে তারা আপনার একাউন্টের ট্রেডগুলোকে কপি করবে। আপনি যে ট্রেডসমুহ ওপেন করবেন, তাদের একাউন্টেও সেই ট্রেডগুলো ওপেন হয়ে যাবে।
-আপনার মাধ্যমে নেওয়া ট্রেড হতে যা প্রফিট আসবে আপনার ফলোয়ারদের, তার উপর একটা পার্সেন্টেজ আপনার ঐ সাইটের একাউন্টে জমা হয়ে যাবে।
-আপনার আয় বা ইনকাম সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে তুলে ফেলতে পারবেন মাস্টারকার্ড বা পে পালের মাধ্যমে সহজে।
-২০১৩ সালের দিকে প্রচন্ডরকম একটিভ ছিলাম আমি এখানে। এমনকি কোন কোন মাসে 2k এরও বেশি প্রফিট পেতাম সেই সময় পার্সেন্টেজ হিসেবে। আজ তা শেয়ার করলাম এ জন্যই যে, এখানে আরও অনেক বেশি আয় করা ট্রেডারও খুজে পাবেন 'Trader' অপশনে। তারা কত কত ফান্ড নিয়ে ট্রেড করছে, তাও দেখতে পাবেন।
-একটানা ৩ মাস কোন এন্ট্রি না ওপেন করলে, বা ৩ মাস একাউন্টে কোন এন্ট্রি রানিং না থাকলে আপনার একাউন্টটি ডিএক্টিভ করে দেওয়া হবে অটোমেটিকভাবেই।
অর্থাৎ সাইটটি চায় সবসময়ের জন্য একটিভ ট্রেডারদের।
-আপনি ডেমো একাউন্ট দিয়ে ট্রেড করেও এখানে ভাল এমাউন্টের ফান্ড পেতে পারেন। যদি আপনার পার্ফরমেন্স ভাল থাকে। কারন এখানে আপনার পোর্টফলিওতে রিয়েল বা ডেমো কিছু লেখা থাকে না। শুধুমাত্র ছোট্ট একটা আইকন ছাড়া।
-এখানে সুবিধা হচ্ছে এখন থেকেই আপনি কর্পোরেট ট্রেডিংএর একটা অভ্যাস বা অভিজ্ঞতা অর্জন করতে পারছেন। কারন প্রয়োজনে আপনাকে ফলো করা কোন ট্রেডার আপনাকেই মেসেজ করে তার সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করবে আপনার সাথে। যেমনটি কর্পোরেট ট্রেডিং এর ক্ষেত্রে হয়ে থাকে।
-তবে এটা মনে রাখবেন, এখানে ডেমো একাউন্ট দিয়ে ট্রেড করে তার পোর্টফলিও দ্বারা কিন্ত শুধু এখানেই কাজে লাগাতে পারবেন। অন্য কোথাও নয়। কারন অন্য সকল জায়গায় রিয়েল একাউন্ট এর মুল্যায়ন করা হয়
তাই সবচেয়ে ভাল হয় আপনার নিজের নামে রিয়েল একাউন্ট ওপেন করে তা দ্বারা এখানে সহ অন্য সকল জায়গাতেই সমানভাবে কাজে লাগাতে পারবেন।
সাইটটির নাম "Zulutrade"
সাইটটির ওয়েব লিংকঃ www.zulutrade.com
-আগামীতে এমন আরও কিছু সাইট নিয়ে আলোচনা করব আশা করি।
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভাল থাকবেন, এই কামনা করে এখানেই থামছি আপাতত 😊
🙏🙏🙏
© Mohan Bosak
1st rawond....
ReplyDelete