Posts

Showing posts from July, 2021

বরিশালে সিগারেট চুরির অভিযোগে গাছে বেঁধে মারধর

Image
বরিশালে সিগারেট চুরির অভিযোগে গাছে বেঁধে মারধর বরিশালে মুদি দোকান থেকে সিগারেট চুরির অভিযোগে এক যুবককে গাছের সাথে বেঁধে মারধরের খবর পাওয়া গেছে। শনিবার সকালে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউনিয়া বন্দর এলাকায় গাছের সাথে বেঁধে এ মারধরের ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ।আটক সালাম সরদার স্থানীয় কাউরিয়া বন্দরে এক মুদির দোকান মালিক।হিজলা থানার ওসি তারিক হাসান রাসেল জানান, সিগারেট চুরির অভিযোগে নির্মল দাস নামে এক যুবককে মারধরে বিষয়টি জানার পরপরই বিকেলে সালাম সরদারকে আটক করা হয়েছে। কাউরিয়া বন্দরে তার মুদি দোকান রয়েছে।এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি। তবে আটক মুদি ব্যবসায়ী সালাম সরদারের অভিযোগ, শনিবার ভোরে দোকান খোলা রেখে জরুরি কাজে বাইরে গিয়েছিলেন তিনি। এ সময় সকাল ৭টার দিকে দোকানে ঢুকে দুই প্যাকেট সিগারেট চুরি করে নিয়ে যান নির্মল। দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। কিন্তু নির্মলকে জিজ্ঞাসা করলে চুরির কথা অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গাছের সাথে বাঁধা হয়। তবে মারধর করা হয়নি বলে দাবি করেনে সালাম সরদা...

রংপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Image
  রংপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ    লকডাউনের মধ্যে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ায় ঢাকা যেতে গণপরিবহন চালুর দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। লকডাউনের মধ্যে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ায় ঢাকা যেতে গণপরিবহন চালুর দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর মডার্ন মোড়ে রাস্তা অবরোধ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া কয়েকশ শ্রমিক বিক্ষোভ করে বলে খবর পাওয়া গেছে। অবরোধে মর্ডান মোড় থেকে দুই দিকে ‘প্রায় ৬ কিলোমিটার রাস্তা যানজটের সৃষ্টি হয়’। রংপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ বলেন, “আমরা এই তীব্র যানজট ও জনসমাগম এড়াতে অবরোধকারীদের বিষয়টি বুঝিয়ে বলি।

দুর্ভোগ নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী ঢল

Image
  খবর > সমগ্র বাংলাদেশ দুর্ভোগ নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী ঢল   সৈকত আফরোজ আসাদ ও ইসরাইল হোসেন বাবু, পাবনা ও সিরাজগঞ্জ প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লকডাউনে সবকিছু বন্ধ রাখার ঘোষণার পরও আচমকা রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ায় উত্তবঙ্গে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। শনিবার স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ টাকা খরচ করে উত্তর ও দক্ষিণাঞ্চলের হাজার হাজার শ্রমজীবী মানুষকে ঢাকার দিকে যেতে দেখা গেছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোসহ পাবনার কাজিরহাট ফেরি ঘাটে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যায়। পাবনার কাজিরহাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলোয় ‘পা রাখার মতো জায়গা ছিল না’। আর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোয় হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল, পাঁচলিয়া, কড্ডার মোড় থেকে ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, অ্যাম্বুলেন্সসহ নানা যানবাহনে গাদাগাদি করে বৃষ্টির মধ্যে তাদের যেতে দেখা যায়। এসব জা...

প্রশ্ন করুন যদি দরগাহ্ মাজার করা ভূল হত, তবে আদম (আঃ) থেকে শুরু করে সকল নবী, অলি ও সাহাবাগনের মাজার হত কি ?

Image
  প্রিয় আশেক্কীন বর্তমান বিশ্বে পশ্চিমাদের মদদ্ পুষ্ট ওহাবি, সালাবি, খারিজী ইত্যাদি মতবাদের অনুসারিদের প্রচার প্রচারণার কারনে সাধারণ মানুষ ইসলাম ধর্ম থেকে দিনে দিনে ভূল পথে চলে গিয়ে নবী-অলিদের শত্র“তে পরিনত হচ্ছে। এ ব্যাপারে আমাদের কর্তব্য সাধারণ মানুষকে সঠিক ও সত্য পথ দেখানো। আমরা জানি মহানবীর প্রচারিত ইসলাম শুধু এ উপমহাদেশেই নয় সাড়া বিশ্বে যুগে যুগে আউলিয়া-কেরামগনই প্রচার করেছেন যার প্রমান এখনো বিশ্বে বর্তমান। এই ডিজিটাল যুগে মানুষ যখন তখন তার প্রমান জানতে পারে। সেই আলেমদের প্রত্যাখান ও প্রতিহত করুন যারা দরগাহ্ মাজার ভাংতে বলে বা এর বিরোধী। কারণ আদম (আঃ) থেকে শুরু করে আল্লাহ্ যত নবী পাঠিয়েছেন সকল নবীদের রওজা এই পৃথিবীতে বর্তমান আছে। লক্ষ লক্ষ লোক যেয়ারত করছে, আতর-গোলাপ এবং গিলাফ পরিয়ে নবীদের সম্মান করছেন যা কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ঠিক তেমনি নবী (সাঃ) এর সাহাবা সহ আউলিয়াগনদের দরগাহ্-মাজার শরীফ, বর্তমান বিশ্বে শুধু মধ্য প্রাচ্য ব্যাতিত এমন কোন দেশ আছে কি যেখানে নেই ? আমরা জানি আরব দেশে বর্তমান ওহাবী অনুসারী বাদশারা আনুমানিক নব্বই বৎস...