বরিশালে সিগারেট চুরির অভিযোগে গাছে বেঁধে মারধর
- Get link
- X
- Other Apps
বরিশালে সিগারেট চুরির অভিযোগে গাছে বেঁধে মারধর
বরিশালে মুদি দোকান থেকে সিগারেট চুরির অভিযোগে এক যুবককে গাছের সাথে বেঁধে মারধরের খবর পাওয়া গেছে।
শনিবার সকালে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউনিয়া বন্দর এলাকায় গাছের সাথে বেঁধে এ মারধরের ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে নির্যাতনকারীকে আটক করেছে পুলিশ।আটক সালাম সরদার স্থানীয় কাউরিয়া বন্দরে এক মুদির দোকান মালিক।হিজলা থানার ওসি তারিক হাসান রাসেল জানান, সিগারেট চুরির অভিযোগে নির্মল দাস নামে এক যুবককে মারধরে বিষয়টি জানার পরপরই বিকেলে সালাম সরদারকে আটক করা হয়েছে। কাউরিয়া বন্দরে তার মুদি দোকান রয়েছে।এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।
তবে আটক মুদি ব্যবসায়ী সালাম সরদারের অভিযোগ, শনিবার ভোরে
দোকান খোলা রেখে জরুরি কাজে বাইরে গিয়েছিলেন তিনি। এ সময় সকাল ৭টার দিকে দোকানে
ঢুকে দুই প্যাকেট সিগারেট চুরি করে নিয়ে যান নির্মল।
দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। কিন্তু নির্মলকে জিজ্ঞাসা করলে চুরির কথা অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গাছের সাথে বাঁধা হয়। তবে মারধর করা হয়নি বলে দাবি করেনে সালাম সরদার।
এদিকে, নির্মল দাসের স্ত্রী জানান, সকাল ৯টার দিকে তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায় সালাম সরদার। বাজারে নিয়ে গাছার সাথে বেঁধে মারধর করা হয়।
পরে চুরির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা এবং গ্রাম ছাড়ার শর্তে তাকে ছেড়ে দেয় বলেন নির্মলের স্ত্রী।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment