যৌনদাসী হওয়ার আতঙ্কে                আফগান নারী ফুটবলাররা

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
linkedin sharing button
print sharing button

২০০৭ সালে প্রতিষ্ঠিত হলেও আফগানিস্তানের নারী ফুটবল দল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০১০ সালে। নেপালের বিরুদ্ধে। সেই থেকে প্রচুর আন্তর্জাতিক সাফল্য অর্জন করা ও প্রশংসনীয় নৈপুণ্য দেখানো এ দলের খেলোয়াড়রা এখন জীবনশঙ্কায় দিন কাটাচ্ছেন। তাদের এখন যৌনদাসী করা হতে পারে, এমনকি তালেবানদের নির্যাতনে মৃত্যুও হতে পারে তাদের। এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাশলেটও বলেছেন, নারীদের প্রতি তালেবানের আচরণ এখনো ‘রেড লাইন’-এ রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তালেবানদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিক্রিয়াশীল নীতি বাদ দিয়ে মানবাধিকারকে গুরুত্ব দিন।’ এএফপি।

দলটির গোলকিপিং কোচ উইদা জেমারাই সুইডিশ সংবাদমাধ্যম এক্সপ্রেসেনকে বলেন, ‘এটা ভাবতে ভীষণ শিউরে উঠছি। তালেবানরাই বলেছে যে, তারা সেখানে জিহাদ করতে এসেছে এবং তারা মেয়েদের যৌনদাসী হিসাবে বেছে নেয়।’ তিনি বলেন, ‘তালেবানরা যদি কোনো মেয়েকে ধরে নিয়ে যায়, তবে তাদেরকে পুতুলের মতো ঘরে শুইয়ে রাখবে না। তাদেরকে নির্যাতন করবে এবং এতে তাদের মৃত্যুও হতে পারে।’

১৯৯২ সালে জেমারাই এবং তার পরিবার আফগানিস্তান থেকে পালিয়ে গিয়েছিল, যখন তালেবানরা জোর করে দেশটি দখল করেছিল। অনেক বছর পর ২০১৪ সালে দেশে ফিরে গোলরক্ষক হিসাবে যোগ দিতে দেশে ফিরে আসেন। এখন তিনি কিপিং কোচ হিসাবে কাজ করছেন।

জেমারাই জানান, ‘তালেবানরা খেলোয়াড়দের সহজেই চিনে ফেলতে পারে। তারা একজন খেলোয়াড়কে তুলে নিয়ে অন্য খেলোয়াড়ের তথ্য বের করার চেষ্টা করবে।’    

                FOREX TRADER AND IB PARTNER

FOREX TRADER AND IB PARTNER গ্যাপ ট্রেডিং স্ট্রাটেজীঃ ফরেক্স একটি বিশাল মুদ্রার সমুদ্র। এ সাগর সেচে একমাত্র অভিজ্ঞরাই মুক্তো আনতে পারে। বাকিরা যারা অভিজ্ঞতা ছাড়াই দুই একটা প্রফিট করতে পারে, তা কপাল গুনে। আর কপালের উপরে গোটা জীবন কখনো চালানো সম্ভব হয় না। তাহলে কি করতে হবে এখন? ভালভাবে শিখে চর্চা করে অভিজ্ঞতা অর্জন করার কোন বিকল্পই নেই একেবারে। আমরা এখানে সঠিকভাবে শেখার গাইডলাইন দিচ্ছি মাত্র। আপনারা সেই লাইনে নিজেরাই একটু কষ্ট করে গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে ঘেটে ঘুটে দেখে শিখে নেবার চেষ্ঠা করবেন। https://www.youtube.com/channel/UCjxyxl8WKeLcmXzKMMZFpKQ https://www.instaforex.com/?x=IQBAW https://saifrajubd1986.blogspot.com

Comments

Popular posts from this blog

বাংলা পোষ্ট বয়স শিমা